মাছরাঙা ও জিটিভিতে সরাসরি দেখা যাবে ‘বঙ্গবন্ধু বিপিএল’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)

আগামীকাল (৮ ডিসেম্বর) বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এই আয়োজনে পারফর্ম করবেন ভারত-বাংলাদেশের ৬ শিল্পী।

জানা গেছে, আয়োজনের প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন বলিউডের দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এছাড়া থাকছেন বলিউডের দুই জনপ্রিয় গায়ক সোনু নিগম ও কৈলাশ খের। অন্যদিকে বাংলাদেশ থেকে মঞ্চ মাতাবেন জেমস ও মমতাজ।

বিজ্ঞাপন
 মঞ্চ মাতাবেন যারা

এই উদ্বোধনী অনুষ্ঠান ও আসরের সব খেলা সরাসরি সম্প্রচার করবে দেশের অন্যতম দুই বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা ও জিটিভি। আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে বেসরকারি টিভি চ্যানেল দুইটি।

এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ ডিসেম্বর দুপুর ৩টা থেকে প্রবেশ করা যাবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বিকাল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন।

বিজ্ঞাপন