এন্ড্রু কিশোরের চিকিৎসায় ২ লাখ টাকা দিলেন অনন্ত জলিল
বাংলাদেশের ‘প্লেব্যাক সম্রাট’ জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় ২ লাখ টাকা দিয়েছেন জনপ্রিয় নায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা দম্পতি। এন্ড্রু কিশোরের ছোট ভাই এই টাকা গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অনন্ত জলিল।
এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন, উনার সুস্থতাই এ মুহূর্তে একমাত্র কাম্য আমাদের সবার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে পানির দরে টাকা খরচ হচ্ছে। আপনারাও তার এই বিপদের দিনে এগিয়ে আসুন।
জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়েছে গেল সেপ্টেম্বর মাসে। সেই থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশের এই গুণী শিল্পীর চিকিৎসায় জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর থেকে ক্যান্সারের চিকিৎসা শুরু হয়েছে এন্ড্রু কিশোরের। এ পর্যন্ত ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে।