প্রণয় থেকে পরিণয়ের পথে প্রথম পদক্ষেপ টম-জেনডায়ার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টম হল্যান্ড-জেনডায়া জুটি এবং বাগদানের আংটি / ছবি: সংগৃহীত

টম হল্যান্ড-জেনডায়া জুটি এবং বাগদানের আংটি / ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরু থেকেই যেন আলোচনা থামছে না টম হল্যান্ড আর জেনডায়াকে নিয়ে। বছরের শুরুতেই অবসরের পরিকল্পনা নিয়ে মুখ খুলে আলোচনায় আসেন স্পাইডারম্যানখ্যাত অভিনেতা টম হল্যান্ড। এরপর গোল্ডেন গ্লোবে তামাটে-সোনালি রঙের পোশাকে অসাধারণ লাগছিল জেনডায়াকে। এরপরই বছরের প্রথম ৭ দিন না যেতেই গুঞ্জন উঠলো জনপ্রিয় এই দম্পতির বাগদানের।

‘গোল্ডেন গ্লোব-২০২৫’ অনুষ্ঠানে জেনডায়া / ছবি: সংগৃহীত

রোববার (৫ জানুয়ারি) গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে ‘চ্যালেঞ্জার্স’ সিনেমার প্রধান ভূমিকার শিল্পী হিসেবে রেড কার্পেটে হাঁটেন জেনডায়া। সেখানে তার বা-হাতের অনামিকা আঙুলে বড় হীরা খচিত আংটি দেখা যায়। সেখান থেকেই জল্পনা শুরু হয়- তবে কি সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন টম-জেনডায়া জুটি। অবশেষে মিললো খবরের সত্যতা। তারকাদের পরিবারের ঘনিষ্ট সদস্য মার্কেন গণমাধ্যম ‘পিপল’-এর এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
টম-জেনডায়া এবং বাগদানের আংটি / ছবি: সংগৃহীত

আরও জানা যায়, জেনডায়ার বাড়িতেই ঘনিষ্ট জনদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।  স্ক্রিসমাস থেকে নিউ ইয়ারের মধ্যে কোনো একদিন টম বিয়ের জন্য প্রপোজ করে জেনডায়াকে। দুই পরিবারের সদস্যরাই জানতে খুব শিগগিরই বাগদানের দিকে আগাবে তারা। তবে সঠিক তারিখ কারোই জানা ছিল না। যদিও বিয়ের পিঁড়িতে তারা খুব শিগগিরই বসবেন না। বেশ কিছুটা সময় নেবেন বলেও জানা যায়।    

 ‘স্পাইডারম্যান- হোমকামিং’ সিনেমায় টম ও জেনডায়া

২০১৭ সালে মার্ভেল স্টুডিও-র সিনেমা ‘স্পাইডারম্যান- হোমকামিং’ সিনেমায় কাজ করার সময় টম-জেনডায়ার বন্ধুত্ব শুরু হয়। ধারণা করা হয় সিনেমার কাজ চলাকালেই তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়ে, যদিও, তারা নিজেদের খুব ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিতেন।

বিজ্ঞাপন
‘স্পাইডারম্যান- ফার ফ্রম হোম’ সিনেমার প্রিমিয়ার / ছবি: ইন্সটাগ্রাম

পরবর্তীতে ২০২১ সালে তাদের ঘনিষ্ট কিছু মুহূর্তের ছবি সামনে আসে। তখন থেকেই সকলে প্রায় নিশ্চিত হয়ে যায় তাদের সম্পর্কের ব্যাপারে। অবশ্য সে বছরের সেপ্টেম্বরেই ইন্সটাগ্রামে তারা সম্পর্কের কথা স্বীকার করে।

‘স্পাইডারম্যান- নো ওয়ে হোম’ সিনেমার দৃশ্যে টম, জেনডায়া এবং জেকব

এরপর, ‘স্পাইডারম্যান- ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডারম্যান- নো ওয়ে হোম’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা। সিনেমায় স্পাইডারম্যান অর্থাৎ, পিটার পার্কার চরিত্রে অভিনয় করেন টম। তার বিপরীতে জেনডায়া অভিনয় করেন এম.জে. (মিশেইল জোনাস) চরিত্রে। সিনেমাতে তাদের রসায়নের গভীরতায় তারা রাতারাতিই ভক্তদের প্রিয় হয়ে ওঠেন।

টম হল্যান্ড-জেনডায়া জুটি

অবশেষে দীর্ঘদিনের প্রণয়কে পরিণতি দিতে পরিণয়ের পথে হেঁটে চলেছেন টম-জেনডায়া। ভক্তদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই তাদের শুভ কামনা  ও ভালোবাসা জানিয়েছেন।