‘প্রিয়তমা’র সাফল্যের পর ‘রাজকুমার’-এর শীর্ষ সঙ্গীতে বালাম-কোনাল
সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির রোমান্টিক শীর্ষ সঙ্গীত ‘ও প্রিয়তমা’য় কণ্ঠ দিয়ে অভাবনীয় সফলতা পেয়েছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী বালাম ও কোনাল। এই গানের জন্য বাইফা অ্যাওয়ার্ডে দর্শকের ভোটে সেরা প্লেব্যাক গায়ক ও গায়িকার পুরস্কার জিতে নিয়েছেন বালাম ও কোনাল। তাদের হাতে পুরস্কার তুলে দেন উপমহাদেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লা।
এবার একই জুটি গাইলেন শাকিব খানের বহুল প্রতীক্ষিত আপকামিং সিনেমা ‘রাজকুমার’-এর শীর্ষ সঙ্গীত! এবারের গানটিও রোমান্টিক ঘরানার, শিরোনাম ‘রাজকুমার’।
এর কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সঙ্গীত করেছেন আকাশ সেন। মজার বিষয় হলো ‘ও প্রিয়তমা’ গানটিতেও এই শিল্পী, গীতিকার, সুরকাররাই কাজ করেছিলেন।
যুক্তরাষ্ট্রের চোখ জুড়ানো লোকেশানে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। চিত্রায়নে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। শিগগিরই গানটি অনলাইনে উন্মুক্ত হবে, এমনটা ইঙ্গিত দিলেন সংশ্লিষ্টরা।
বালাম বলেন, ‘সহজ কথা ও মিউজিকে বারবার শোনার মতো গান ছিল ‘ও প্রিয়তমা’। রাজকুমারের ক্ষেত্রেও এ বিষয় মাথায় ছিল। কারণ আমাদের দেশের মানুষ গানের কথা ও মিউজিকে এমন কিছু চায় যেটা নিজের সাথে রিলেট করতে পারে। আমার বিশ্বাস ‘রাজকুমার’ গানটি থেকেও তারা এমনটাই পাবে ‘
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনালের প্রত্যাশা, রাজকুমারের এই গানটি প্রিয়তমার গানের সাফল্যকে ছাড়িয়ে যাবে। কোনাল আরও বলেন, ‘এ বছর আমার কাছে এ সিনেমার গানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিচালক চ্যালেঞ্জ নিয়েছেন তিনি ‘রাজকুমার’ দিয়ে ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে যাবেন। আমরাও সেই দিক মাথায় রেখে পূর্বের গানের সাকসেসকে ক্রস করতে চেয়েছি।’
পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।
প্রসঙ্গত, গেল বছর ‘প্রিয়তমা’ গানটি মুক্তিরপর থেকেই দ্রুতই মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়। বলা হয়, সিনেমার তুমুল সাফল্যের পেছনে গানটিরও রয়েছে বিশেষ অবদান। এমনকি স্বল্পসময়ে প্রথম বাংলা সিনেমার গান হিসেবে ১০০ মিলিয়ন ভিউসের ক্লাবে প্রবেশ করে, টানা দেড়মাস মিউজিকের গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫তম অবস্থানে ছিল।