যা থাকছে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’-এ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উপস্থিত থাকবেন মো. নাহিদ ইসলাম ও মোস্তফা সরয়ার ফারুকী

উপস্থিত থাকবেন মো. নাহিদ ইসলাম ও মোস্তফা সরয়ার ফারুকী

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অগ্রগতি এবং উন্নয়নে একত্রে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলচ্চিত্র শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ আগামী ২৯ জানুয়ারি আয়োজন করছে ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’ স্লোগানে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫’। এই আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে  বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত।

চলচ্চিত্র একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, সর্বাধুনিক অডিও-ভিজ্যুয়াল আর্ট যা গণযোগাযোগের মাধ্যমে সমাজকে প্রভাবিত করার অন্যতম হাতিয়ার। বিশ্বের অনেক দেশে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতও বটে। বাংলাদেশে গত ৬০ বছরে চলচ্চিত্রকে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ, কলা ও বাণিজ্যের মাধ্যম হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। দেশের প্রতিটি খাতে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় সংস্কার কার্যক্রম চলমান। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সকল অংশীজন মিলে চলচ্চিত্রকে বাংলাদেশের অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্প চর্চা ও বাণিজ্যক খাত হিসেবে গড়ে তুলতে অতীব জরুরী ভিত্তিতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করাই জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫ এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী,  অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্চ কমিটির আহ্বায়ক মোঃ আল আমিন রাকিব (তনয়)। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ৫০০’র অধিক চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্রকর্মী, অভিনয়শিল্পীসহ অনেকেই।

Caption

জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫ এ যেই বিষয় সমূহ উপস্থাপিত হবে-

বিজ্ঞাপন

১। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন এর সংস্কার

২। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর গঠন পরিবর্তন

৩। সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকেটিং সার্ভার ও বক্স-অফিস

৪। জাতীয় চলচ্চিত্র কেন্দ্র

৫। টিকিট শেয়ার মানি

৬। চলচ্চিত্র শিক্ষার প্রসার

৭। গাজীপুর ফিল্ম সিটি

৮। চলচ্চিত্র আমদানি-রফতানি উন্মুক্তকরণ

৯। এন্টি-পাইরেসি সেল গঠন

১০। চলচ্চিত্রে সরকারি বিনিয়োগ সহ ১৮ এর বেশি সংস্কার ,কর্ম প্রস্তাবনা এবং দাবি উপস্থাপিত হবে।

আলোচক ও অংশগ্রহণকারী-

প্রতিনিধি

চলচ্চিত্র বিভাগের শিক্ষক

বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর অন্তর্গত ৪০ এর অধিক

সংগঠন সমূহ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর ১৯ সংগঠন

চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ, ২০২৪

জাতীয় চলচ্চিত্র পরামর্শক কমিটি

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

বাংলাদেশ চলচ্চিত্র আমদানি- রফতানি কমিটি

চলচ্চিত্র অনুদান কমিটি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড

সিনেমা হল

পরিবেশক প্রতিষ্ঠান

প্রযোজনা প্রতিষ্ঠান

ওটিটি প্রতিষ্ঠান।