ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হলে ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

সিন্ডিকেটের একাধিক সদস্য বার্তা২৪.কমকে জানান, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়তে হবে বলে সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধের সময়সীমা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা।

এর আগে কোভিড-১৯ ভাইরাসের কারণে ঢাবির সমস্ত ক্লাস পরীক্ষা ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত সাময়িক স্থগিত করে কর্তৃপক্ষ। তবে ওই সময় আবাসিক হলগুলো বন্ধের কোনো নির্দেশনা প্রদান করা হয়নি।

বিজ্ঞাপন