ইবির পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’র নতুন কমিটি গঠন

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়ারণ্যে’ আগামী এক বছরের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিএসই বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের নাঈমুল ফারাবি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এইচআরএম বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মালাকার।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) অভয়ারণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান এবং অধ্যাপক ড. জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ২০২৫ সালের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মেরিনা সুলতানা,যুগ্ম-সাধারণ সম্পাদক: রাউফুল্লাহ খান , তাওসীফ তুরান এবং মাইমূনা আক্তার, অর্থ-সম্পাদক: এমরানুল হক খান , উপ-অর্থ সম্পাদক: সজল রয় ও সাদিয়া সাবরিনা, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ জুয়েল ও জয়তুন নাহার জেমি, প্রচার সম্পাদক: প্লাবন পাল, উপ-প্রচার সম্পাদক: ইজাজ আহমেদ ও মাহমুদা আক্তার তানিয়া, দপ্তর সম্পাদক: পূজা দত্ত, উপ-দপ্তর সম্পাদক: মোছা: হিতুয়ারা খাতুন ও তাম্মী রহমান।

বিজ্ঞাপন

এছাড়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ইফতিয়াক আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক: আসাদ সাদিক ও আল ইমরান হোসেন সৈকত, শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইসরাত জাহান প্রমি, উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক: পাভেল মুনতাসির ও নুসরাত জাহান নিতু, সাংস্কৃতিক সম্পাদক: নুসরাত ঐশী, উপ-সাংস্কৃতিক সম্পাদক: মিথিলা ফারজানা, সুমাইয়া বন্যা ও ফারজানা বিনতে শরীফ, চিত্রাঙ্কন সম্পাদক: মমিশা মিম, উপ-চিত্রাঙ্কন সম্পাদক: মোফাজ্জেল হোসেন বরকত ও সাইফুল ইসলাম।

নব্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার মালাকার বলেন, অভয়ারণ্য বিশ্ববিদ্যালয়ে সমসময় ভিন্নকিছু করার চেষ্টা করে থাকে। বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতা চর্চাকে এগিয়ে নিয়ে যেতে অভয়ারণ্য বরাবরই কাজ করে যাচ্ছে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়কে নান্দনিকভাবে উপস্থাপন করতে, সেটা যেকোনো ক্ষেত্রেই হোক।

সংগঠনটির সভাপতি নাঈমুল ফারাবি বলেন, অভয়ারণ্য পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। পরিবেশ সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব একই সাথে বাঙালি সংস্কৃতিকে রক্ষা করাটাও আমাদের দায়িত্ব। অভয়ারণ্য একতায় বিশ্বাসী, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠণ এবং শিক্ষার্থী এক হয়ে কাজ করবো, কারণ বিশ্ববিদ্যালয়টি আমাদের সবার আর আমরা সবাই ভালো কিছুই প্রত্যাশা করি। অভয়ারণ্যের সদ্য প্রকাশিত কার্যনির্বাহি পরিষদ নতুন উদ্যমে কাজ করে যাবে।