হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের কোনো নির্দেশনা দেয়নি প্রশাসন।
এরপরও সোমবার (১৬ মার্চ) আনুষ্ঠানিক স্থগিতাদেশ আসার পর শিক্ষার্থীদের বড় একটি অংশকে হল ত্যাগ করতে দেখা যায়। তবে ক্লাস বর্জন করে গত রোববারই অনেক শিক্ষার্থী বাড়ির উদ্দেশে হল ছেড়েছেন বলে জানা গেছে।
কাঁধে ব্যাগ নিয়ে রাঙামাটির উদ্দেশে বের হয়েছেন মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী রিমন হোসেন। তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘আব্বু আম্মু অনেক আগ থেকেই বাড়ি চলে যেতে বলেছেন। সকাল থেকে প্রস্তুতি নিচ্ছি যাওয়ার। এখন কয়েকজন বন্ধু মিলে একসঙ্গে রওনা দিচ্ছি।’
এদিকে, বিশ্ববিদ্যালয় হল বন্ধের কোনো নির্দেশনা না দেওয়ায় অনেক শিক্ষার্থী এটাকে ‘হঠকারী’ সিদ্ধান্ত বলে দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন, ‘আমি সংবাদে দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে কোনো নির্দেশনা দেননি। কোন যুক্তিতে তারা হল খোলা রেখেছে এটা আমার বোধগম্য নয়।’
ভিন্ন কথা বলেছেন সলিমুল্লাহ হলের শিক্ষার্থী আব্দুজ জাহের। তিনি বলেন, ‘বাড়িতে চলে যেতে কিংবা থাকতে বিশ্ববিদ্যালয় কাউকে বাধ্য করছে না। সে হিসেবে হল খোলা বা বন্ধ রাখা কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। যে মনে করবে বাড়ি যাওয়া দরকার সে যাবে। আর কারও ইচ্ছা থাকলে সে হলে থাকবে। এখানে ক্ষতির কিছু দেখছি না।’
এরআগে দুপুরে আবাসিক হল বন্ধের বিষয়ে জানতে চাইলে ঢাবি উপাচার্য বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি কার্যক্রম স্থগিত থাকবে, সেহেতু হলের উপর একটা প্রভাব পড়বে।’
তবে হল খোলা বা বন্ধের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করেননি তিনি।