রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালককে অব্যাহতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অব্যাহতির আবেদন করেন।
রোববার (১৫ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান তা গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম.এ বারী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তিনি নিজেই অব্যাহতি চেয়ে উপাচার্যকে দরখাস্ত করেছিলেন। উপাচার্য সেটি গ্রহণ করেছেন এবং নতুন পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম কবীরকে নিযুক্ত করেছেন।’
নব-নিযুক্ত পরিচালক অধ্যাপক গোলাম কবীর বলেন, ‘আমি আজই নিয়োগপত্র পেয়েছি। সোমবার (১৬ মার্চ) ইন্সটিটিউটে দায়িত্বে যোগদান করবো। সকলের সহযোগিতা নিয়ে ইন্সটিটিউটকে এগিয়ে নিতে চাই।’
সূত্রমতে, ২০১৮ সালের ৩০ আগস্ট শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফোকলোর বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরী। রীতি অনুযায়ী পরিচালক পদে তিন বছর দায়িত্ব পালনের কথা থাকলেও দুই বছরের কম সময়ের মধ্যেই তিনি অব্যাহতি নিলেন।
ইন্সটিটিউটের দু’জন শিক্ষক নাম প্রকাশ না করে বার্তা২৪.কম-কে জানান, সম্প্রতি দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের কারণে ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক লায়লার স্বামী রাবি স্কুলের প্রিন্সিপাল। আর স্কুলটি আইইআর’র অধীনস্থ। ছাত্র উপদেষ্টা, আইইআর পরিচালক ও রাবি স্কুলের প্রিন্সিপালের যোগসাজশে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে খোদ প্রশাসনপন্থী শিক্ষকরা ক্ষুব্ধ ছিলেন। তারা শিক্ষকদের বিরুদ্ধে উস্কানি দিয়ে যৌন হয়রানির অভিযোগ দেওয়া, নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঝামেলা সৃষ্টি করাসহ বিভিন্ন কর্মকাণ্ডে প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে অব্যাহতি নেওয়া অধ্যাপক আবুল হাসান চৌধুরীর দাবি- কারও চাপে নয়, ব্যক্তিগত কারণে তিনি অব্যাহতি নিয়েছেন।