মঙ্গলবার সারাদেশে ছাত্রলীগের বিক্ষোভ
নোয়াখালী ও খুলনায় পৃথক দুটি ঘটনায় একই দিনে ছাত্রলীগের দুই কর্মীর মৃত্যুতে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৩ মার্চ) সারাদেশের প্রত্যেকটি ইউনিটে নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
সোমবার (২ মার্চ) দিনগত রাত ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় নিহতদের গায়েবানা জানাজা পড়ারও ঘোষণা দেন তিনি।
হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন হল ইউনিটের প্রায় দুই হাজার নেতাকর্মী।
এ সময় আল নাহিয়ান খান জয় বলেন, যখন বাংলাদেশে রাজনীতিতে এক ধরনের শান্তি বিরাজ করছে তখন একাত্তরের প্রেতাত্মারা আমাদের ভাইদের ওপর হামলা করে তাদের হত্যা করছে। আমরা দিন-রাত তাদের প্রতিহত করতে আন্দোলন করে যাবো। ছাত্রলীগ বসে থাকবে না, দুর্বার আন্দোলন চালিয়ে যাবে। এ সময় আগামীকাল নেতাকর্মীদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, একাত্তরের কুচক্রী মহল দিনে দুপুরে চায়ের দোকানে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সেখানে আমাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। একজন আজ ইন্তেকাল করেছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে ছাত্রশিবিরের কোনো স্থান হবে না। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আমরা জঙ্গিবাদের উত্থান হতে দেব না।'
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, 'রক্ত দিয়ে রক্তের বদলা নিতে হবে। জামাত-শিবিরকে আর সহ্য করা হবে না। তিনি নেতাকর্মীদের বলেন, যেখানে জামাত-শিবির দেখবেন সেখানেই আঘাত করবেন। প্রথম আঘাত আমি করতে চাই।'
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, 'আমরা যখন ব্রিটিশদের উপনিবেশবাদ বিরোধী আন্দোলন করেছি তখনও জামায়াত-শিবিরের প্রেতাত্মারা আন্দোলনের বিরোধিতা করেছে। যখন ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি সেদিনও জামায়াত-শিবির স্বাধীনতা বিরোধী হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। এ সময় তিনি সাংবিধানিকভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চান।'
এর আগে রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।