ইবিতে বইমেলায় ৭ শিক্ষার্থীর বই প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে একুশে বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে এ মেলা শুরু হয়েছে। চলবে আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত।
এবারের বইমেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাত শিক্ষার্থীর নতুন বই বের হয়েছে। ক্যাম্পাসের আম্রকাননে আয়োজিত এ বইমেলার বিভিন্ন স্টলগুলোতেও এসব বই শোভা পাচ্ছে।
এবারের বইমেলায় আন্তর্জাতিক রাজনীতি, জাতিসংঘের ইতিহাস নিয়ে লেখা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়্যুম আহমেদের লেখা ‘ইলুমিনাতি’ বই প্রকাশ হয়েছে। এ বইটি প্রকাশ করেছে তাজকিয়া পাবলিকেশন। অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বইমেলায়ও বইটি পাঠকের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে বলে জানিয়েছেন প্রকাশক সংশ্লিষ্টরা।
বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত একই বিভাগের শিক্ষার্থী মাসুম আলভির ছোটগল্প সংকলন ‘শেষ বিকেলের চিঠি’ এবং পরিলেখ প্রকাশনী থেকে ইসলাম রফিকের কাব্যগ্রন্থ ‘বিজয়ের তরে গন্তব্য’ মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে।
আইন বিভাগের শিক্ষার্থী মাসুদা খানমের উপন্যাস ‘নিস্তব্ধ হৃদয়’ প্রকাশ করেছে হিমাদ্রী প্রকাশনী। আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালেহ ফুয়াদের অনুদিত ইনতেজার হোসাইনের ‘বস্তি’ প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী।
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মামুন হাবীবের কাব্যগ্রন্থ ‘স্বপ্নের বীজতলা’ পাওয়া যাচ্ছে বইমেলার বিভিন্ন স্টলে। এছাড়া আত্মজীবনীমূলক বই ‘ধর্মের সন্ধানে’ বইটি লিখেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জিয়ানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন উর রশিদ আসকারী এ বিষয়ে বলেন, ‘পাঠকদের পাশাপাশি তরুণ ও উদীয়মান লেখকদের অনুপ্রেরণা যোগাতে এবারও বইমেলার আয়োজন করা হয়েছে। গতবারের তুলনায় এবার লেখক (শিক্ষার্থী) সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেটি খুবই আশাব্যঞ্জক ব্যাপার।’