আগামীর উদ্যোক্তাদের নিয়ে ইডিইউতে বিজনেস ফেয়ার
ভবিষ্যৎ উদ্যোক্তাদের ব্যবসায়ের অভিজ্ঞতা দিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজনেস ফেয়ার। ইডিইউ বিজনেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মেলায় বিভিন্ন স্টলে সারাদিনই ছিলো শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপাচার্য বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা। তাদের মাঝে ব্যবসায়ের অভিজ্ঞতা ও অভ্যাস গড়ে তুলতে এ ধরনের মেলা খুবই ফলপ্রসূ। প্রতিটি ক্ষেত্রেই যাতে তারা এগিয়ে যেতে পারে, তাই নানা পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করছে ইডিইউ।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইডিইউর শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন আইডিয়া উদ্ভাবন করছে, যা যুগোপযোগী অবদান রাখতে সক্ষম হবে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মূল লক্ষ্য নেতৃত্ব গড়ে তোলা। নিজেদের আইডিয়া প্রয়োগের মাধ্যমে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের শাণিত করছে ও আত্মবিশ্বাসী করে তুলছে। এ আত্মবিশ্বাসই তাদেরকে স্ব স্ব ক্ষেত্রে নেতৃত্ব দিতে সহযোগিতা করবে।
বিজনেস ফেয়ার উপলক্ষে ইডিইউতে পড়ুয়া তরুণ উদ্যোক্তারা হরেক রকমের পণ্যের পসরা নিয়ে অংশ নেন এ মেলায়। মোট ৪১টি দল নিজেদের প্রস্তুতকৃত রকমারি জিনিসপত্র-খাবার বিক্রি করে। এসময় অতিথি, শিক্ষার্থীসহ মেলার দর্শনার্থীরা স্টল ঘুরে ঘুরে দেখেন, কিনে নেন নিজেদের পছন্দের পণ্যটি।
বিজনেস ফেয়ারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা ও স্টলের উপর তাদের নম্বর প্রদান করা হয়। এর ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী দলগুলো হলো- ফুড ক্যাটাগরিতে হাঙ্গার হল্ডার্স, হ্যান্ডিক্রাফটসে আর্টিসুৎজা ও ইনোভেশন ক্যাটাগরিতে গ্রিনোভেশন দল।
এতে অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, ফ্রোবেল একাডেমির ডিরেক্টর ও প্রিন্সিপাল তেহসিন জোহায়ের ও স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির।
স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরীর নেতৃত্বে পুরো আয়োজনটি সমন্বয় করেন প্রভাষক তাসমিয়া আনোয়ার, রওনক আফরোজ ও দেওয়ান মেহরাব আশরাফী।