বেরোবিতে ঝুলছে উপাচার্যের অনুপস্থিতির তালিকা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর ধারাবাহিকভাবে ক্যাম্পাসে অনুপস্থিতির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন 'অধিকার সুরক্ষা পরিষদ'।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে হোয়াইট বোর্ডে মার্কারে লিখে উপাচার্যের অনুপস্থিতির তালিকা প্রকাশ করেন অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দরা।
এতে উল্লেখ করা হয়, বেরোবি উপাচার্য ক্যাম্পাসে যোগদান করেন ২০১৭ সালের ১৪ জুন। যোগদানের পর থেকে মোট ৯৭৯ দিনের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন মাত্র ২২৭ দিন এবং অনুপস্থিত ছিলেন ৭৫২ দিন। এর মধ্যে আবার কোনো দিন মাত্র দুই-এক ঘণ্টা ক্যাম্পাসে অবস্থান করেছিলেন। পরবর্তীতে ঘণ্টা মিনিটের তালিকাও প্রকাশ করা হবে বলে জানান অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু কালাম মো. ফর উল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল , সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবির সুমন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রমুখ।
অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এমন কি কোনো আইন আছে যে উপাচার্য দিনের পর দিন ধারাবাহিকভাবে ক্যাম্পাসে অনুপস্থিত থাকবেন? বর্তমান উপাচার্যের নিয়োগপত্রে স্পষ্ট উল্লেখ আছে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। অথচ তিনি ঘোষণা দিয়েই ক্যাম্পাসে অনুপস্থিত থাকেন দিনের পর দিন মাসের পর মাস। তারই প্রতিবাদে আমরা তার অনুপস্থিতির তালিকা অবমুক্ত করলাম এখন সবাই দেখতে পারবে তার অবস্থান।