ক্যাম্পাসেই বর-কনের গায়েহলুদ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই গায়েহলুদের আয়োজন। তবে এই আয়োজন বর-কনের পরিবারের কেউ করেননি। পুরো আয়োজনটি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরকম ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। কেউবা ইচ্ছা প্রকাশ করে বলছেন, তারাও পরিবারের সাড়া পেলে গায়েহলুদের আয়োজন করবেন বিশ্ববিদ্যালয়েই।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ ব্যতিক্রমী গায়েহলুদের আয়োজন করা হয়। এসময় বরের সহপাঠীরা ছাড়াও বিভাগের সিনিয়র-জুনিয়রদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিয়ের বর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম সজল। পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিবিএ অনুষদের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সানজিদা জ্যোতির সঙ্গে। আগামী ২২ ফেব্রুয়ারি রংপুরের মাহিগঞ্জে গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হবে।
বরের বন্ধু তরিকুল ইসলাম পিয়াস বার্তা২৪.কম-কে জানান, আগে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গায়েহলুদ হলেও আজই আমাদের ক্যাম্পাসে প্রথম কারো গায়েহলুদ। আমরা বন্ধুরা মিলে বন্ধুর বিয়ের মজা করার জন্য ক্যাম্পাসে এই হলুদের ব্যতিক্রমী আয়োজন করেছি। তাদের ভবিষ্যত দাম্পত্য জীবনের জন্য সবার শুভকামনা।
এ রকম ব্যতিক্রমী আয়োজনের কথা জানতে চাইলে বর সজল বার্তা২৪.কম-কে বলেন, অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল ক্যাম্পাসে গায়েহলুদ করার। বন্ধুরা আমার জন্য যে আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন সবাই।