র‌্যাগের অভিযোগ জানাতে ওয়েব পোর্টাল খুলবে বুয়েট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বুয়েট প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বুয়েট প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

র‌্যাগের নামে ছাত্রদের নির্যাতনের ঘটনায় অভিযোগ জানানোর জন্য এবার ওয়েব-বেজড পোর্টাল তৈরি করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসন।

শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাগের নামে ছাত্রদের নির্যাতনের ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা দান ও প্রকাশের জন্য একটি ওয়েব-বেজড পোর্টাল তৈরি করা হবে। যাতে যে কোনো ছাত্র একটি ফর্মের মাধ্যমে তার অভিযোগ অনলাইনে জমা দিতে পারবে। অভিযোগগুলো পর্যবেক্ষণ করে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া সবগুলো হলের প্রত্যেক ফ্লোরের সব উইংয়ের দুই পাশে প্রয়োজনীয় সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দাযের করেন। 

এদিকে, আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন।    


আরও পড়ুন:

আবরারকে পেটানোর কক্ষে চাপাতি ও স্ট্যাম্প

আবরার হত্যা: শিক্ষার্থীদের প্রকাশিত ভিডিও ফুটেজে যা দেখা গেল

বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু

আবরার হত্যা: বুয়েট ছাত্রলীগের সা.সম্পাদকসহ বহিষ্কার ১১

আবরার হত্যা: ১০ আসামি ৫ দিনের রিমান্ডে

আবরার হত্যা: আরও ২ ছাত্রলীগ নেতা আটক

আবরার হত্যা: সন্দেহভাজন ছয়জন, আটক ৪

আবরার হত্যা: সিসিটিভি ফুটেজে ১৮ জন শনাক্ত

আবরারের শেষ ফেসবুক স্ট্যাটাস!
আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল

আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে কালো পতাকা মিছিল

আবরার হত্যাকাণ্ড: আসামি জেমির বাবা-মা কারও সঙ্গে কথা বলছেন না

ছাত্র রাজনীতি নিষিদ্ধে একমত নয় ছাত্রলীগ

আবরার হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায় জাতিসংঘ

আবরার হত্যা: আসামিপক্ষের আইনজীবীকে বহিষ্কার করল বিএনপি
কুষ্টিয়ায় আবরারের বাড়িতে যাচ্ছেন বুয়েট ভিসি

‘ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল বুয়েট ক্যাম্পাস

আবরার হত্যার প্রতিবাদে জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

আবরার হত্যার ঘটনায় যুক্তরাজ্য বিস্মিত