শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ড. কামাল
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে এ নিয়োগের কথা জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের সাবেক অধ্যাপক ও চেয়ারপারসন ড. কামাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের খ্যাতনামা বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় প্রধান, প্রক্টর, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য রূপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ড. কামাল যুদ্ধ, নৈতিকতা ও সাহিত্য বিষয়ে পিএইচডি গবেষণার পাশাপাশি বহু গবেষণার প্রণেতা। তিনি একজন প্রথিতযশা অনুবাদক এবং বাংলাদেশের প্রকাশনা শিল্পের অগ্রণী ব্যক্তিত্ব আহমেদ পাবলিশিং হাউজের প্রতিষ্ঠাতা মহিউদ্দীন আহমেদের জেষ্ঠ্যপুত্র।
কুমিল্লা জেলার দাউদকান্দির কৃতি সন্তান ড. কামাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন।
উপাচার্য নিযুক্তির পর পরই বার্তাটোয়েন্টিফোর.কমকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদে রূপান্তরিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। শিক্ষার্থীরা জব মার্কেটে যেন সফল হতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’