হল থেকে অবৈধ দখলকারীদের বিতাড়িত করার দাবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলগুলো থেকে অবৈধ দখলকারীদের বিতাড়িত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি স্থলে এসে এ দাবি জানানো হয়।
বুয়েট শিক্ষক সমিতির সভাপতি একেএম মাসুদ বলেন, ‘আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের পর গত বুধবার (৯ অক্টোবর) আমাদের শিক্ষক সমিতির একটি সভা অনুষ্ঠিত হয়। এতে আমরা বেশ কয়েকটি দাবি নির্ধারণ করি। আমরা এখন আমাদের দাবি সরকার ও বুয়েট উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে উপস্থাপন করছি।’
দাবিগুলো হল:
আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আবরারের পরিবারকে মামলা পরিচালনায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে হবে বুয়েট কর্তৃপক্ষকে।
আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বুয়েট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।
বুয়েটের আবাসিক হলগুলো থেকে সকল অবৈধ দখলকারীদের বিতাড়িত করেতে হবে।
এযাবত বুয়েটের শিক্ষার্থীদের ওপর সংঘটিত বিভিন্ন নির্যাতন এবং র্যাগিংয়ের তথ্য সংগ্রহ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে।
বুয়েট থেকে রাজনৈতিক অঙ্গ সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
অনতিবিলম্বে বুয়েটের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড সাইফুল ইসলামের পদত্যাগ।