চতুর্থদিনের মতো আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দোলন করছেন বুয়েট শিক্ষার্থীরা, ছবি: সুমন শেখ

আন্দোলন করছেন বুয়েট শিক্ষার্থীরা, ছবি: সুমন শেখ

আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে চতুর্থদিনের মতো আন্দোলনে নেমেছেন বুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ফের ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছুক্ষণ পর তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আজকের কর্মসূচি ঘোষণা করবেন। এরপর প্রতিবাদ মিছিল করবেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৯ অক্টোবর) রাতে আবরার ফাহাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল ও এক মিনিট নিরবতা পালন করেছেন তার সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী।

বুধববার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মোমবাতি জ্বালিয়ে আবরারকে স্মরণ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দাযের করেন। এ মামলায় ১২ আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৫ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ১৩ জনই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া বৃহস্পতিবার সকালে এ মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক অমিত সাহাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সমালোচিত অমিতের নাম মামলার এজাহারে নেই।