বেরোবিতে ভর্তির আবেদন শুরু

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এ বছর ছয়টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ মার্কসের ভর্তি পরীক্ষায় ৮০ মার্কস এমসিকিউ ও ২০ মার্কস এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পৃথকভাবে ৮ মার্কসসহ পাশ নম্বর ৩০ (এমসিকিউ)।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। ইউনিট ভিত্তিক ফরমের মূল্য ‘এ’ ইউনিট (কলা অনুষদ) ৪৪০ টাকা, ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৬০৫ টাকা, ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ৪৯৫ টাকা, ‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ৪৯৫ টাকা, ‘ই’ ইউনিট (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৩৮৫ টাকা এবং ‘এফ’ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৩৮৫ টাকা।

ভর্তি পরীক্ষার আবেদনসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।

বিজ্ঞাপন