ঢাবিতে ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতা
"ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ"এর আয়োজনে ৭ই জানুয়ারি হাসিনার ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই আয়োজন করে "ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ"। তাদের স্লোগান ছিল , "যত ভোট, তত নোট", "৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন"।
আয়োজকরা জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা একটি ডামি নির্বাচনের আয়োজন করে। খুব কম সংখ্যক ভোট প্রদান হলেও নির্বাচন কমিশন জানায় প্রায় ৪০ শতাংশ মানুষ ভোট প্রদান করেছে।
এই আয়োজনে ভোটদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে একজন ব্যক্তি এক মিনিট কতটা ভোট দিতে পারে সেই প্রতিযোগিতা হয়। সেখানে দেখা যায় শাহান নামে একজন ব্যক্তি সর্বোচ্চ একাই ৮৪ টি ভোট দেয়।
এ সময় একজনকে সাদা কাফনের কাপড় পড়ে মৃত ব্যক্তি সাজিয়ে ভোট দিতে দেখা যায়। সেই সাথে একটি ছোট বাচ্চাকে ও ভোট দিতে দেখা যায়। এক মিনিটে কে কতটা সর্বোচ্চ ভোট দিতে পারে ।
ভোট দিতে আসা সাখায়াত জাকারিয়া বলেন, আমি ভোট দিতে আসলে আমাকে বলা হয়েছে আমার ভোট দেওয়া হয়ে গেছে। একা আমার জীবনের প্রথম ভোট ছিল । কিন্তু আমি দিতে পারি নি।