ইবিতে পর্দা উঠলো স্বাধীনতা কাপ ২.০ ক্রিকেট টুর্নামেন্টের

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিকেট ক্লাবের উদ্যোগে স্বাধীনতা কাপ ২.০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দিন ফকির, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহ আলম কচি এবং গ্রীণ আর্কিটেক্ট এর ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ সাকিব।

টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল ২টি গ্রুপের হয়ে অংশগ্রহণ করে। দলগুলো হলো শহীদ আহাদ ক্রিকেট একাদশ, লিগ্যাল স্ট্রাইকার্স, শহীদ রাব্বী ক্রিকেট একাদশ, রেড ব্যাকস, ভ্যানগগ রাইডার্স, সুপার ইলাভেন, ম্যাচাং অফ আইইউ এবং আরশি নগর।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট ক্লাবের সভাপতি শেখ সাকলাইন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি দেশ পেয়েছি। আর এই বিপ্লবে শহীদদের স্মরণে আজকে আমাদের স্বাধীনতা কাপ ২.০ টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ৮ টি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট এর মূল উদ্দেশ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী খেলোয়াড়দের বের করে নিয়ে আসা। যারা বিশ্ববিদ্যালয় সহ দেশকে প্রতিনিধিত্ব করবে।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের এই আয়োজন করায় ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ জানাই। তাদের এই আয়োজনটি জুলাই বিপ্লবের শহীদদের যেভাবে উৎসর্গ করেছে, সেভাবে আমাদের এই ধরনের আয়োজন অব্যাহত রাখা উচিত। আমাদের স্মৃতিতে, আমাদের চেতনায় জুলাই বিপ্লবকে ধারণ করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠের পাশে নেট প্র‍্যাক্টিস এর জন্য কংক্রিটের পিচের দাবি জানালে তিনি তা বাস্তবায়নের আশ্বাস দেন।

উল্লেখ্য, প্রথম ম্যাচে শহীদ আহাদ ক্রিকেট একাদশের মুখোমুখি হয় লিগ্যাল স্টাইকার্স ক্রিকেট একাদশ। টুর্নামেন্টের টাইটেল স্পনসর হিসেবে আছেন গ্রীণ আর্কিটেক্ট।