রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ২৭ জানুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ার স্থগিতকৃত প্রাথমিক আবেদন আগামী ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে। এ প্রক্রিয়া চলবে আগামী ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়াকরণ ফি পুনঃনির্ধারণ করে সার্ভিস চার্জসহ ২২ টাকা করা হয়েছে। চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত 'বি' ইউনিট ১২ এপ্রিল, 'এ' ইউনিট ১৯ এপ্রিল ও 'সি' ইউনিট ২৬ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd থেকে জানা যাবে।
এর আগে, গত বছর সেপ্টেম্বর থেকেই পোষ্যকোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। ফলে পোষ্যকোটা ৪% থেকে কমিয়ে ৩% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে ১ জানুয়ারি সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১% কোটা রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
কিন্তু এই সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে পরদিন প্রশাসন ভবন তালাবদ্ধ করে আন্দোলন করেন কিছু শিক্ষার্থী। শতাধিক কর্মকর্তা কর্মচারীকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। ফলে রাতেই উপাচার্য এই কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন। এ ঘটনার প্রতিবাদে সম্পূর্ণ কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা।