ঢাবি প্রো-ভিসির বাসভবনের অভিমুখে আন্দোলনকারীরা

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে সড়ক ছেড়ে দিয়ে ঢাকা কলেজের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাবির প্রো-ভিসির বাসভবনে অভিমুখে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) সাইন্সল্যাবে কয়েকঘণ্টা রাস্তা অবরোধ করে এই পদক্ষেপ নেয় তারা। 

বিজ্ঞাপন

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসিকে ক্ষমা চাওয়ার জন্য ১ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা। 

বিজ্ঞাপন

সন্ধ্যা সাড়ে ৬টায় সাত কলেজ শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এরপর রাজধানীর তাঁতীবাজারেও অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।

তারা আরও অভিযোগ করেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চিনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।