গাইবান্ধায় ডেপুটি স্পিকারের পাঠানো ত্রাণ বিতরণ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় ডেপুটি স্পিকারের পাঠানো ত্রাণ বিতরণ, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় ডেপুটি স্পিকারের পাঠানো ত্রাণ বিতরণ, ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পাঠানো ত্রাণসামগ্রী গাইবান্ধায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ত্রান বিতরণকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী করোনাভাইরাস বিষয়ক যেসব নির্দেশনা দিয়েছেন, তা আপনারা মেনে চলুন। এতে করে আপনি, আপনার পরিবার ও সমাজের সাধারণ মানুষ করোনা মুক্ত থাকতে পারবেন।

তিনি আরো বলেন, এখন খুবই ভয়ংকর সময় যাচ্ছে। আপনারা একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন।

এসময় গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুছ আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ছাইদুল ইসলাম, মকবুল হোসেন, মশিউর রহমান, শহিদুল ইসলাম কারীসহ অনেকে উপস্থিত ছিলেন।