ফরিদপুরের দুটি যৌনপল্লি বন্ধ ঘোষণা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুরের দুটি যৌনপল্লি বন্ধ ঘোষণা/ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের দুটি যৌনপল্লি বন্ধ ঘোষণা/ছবি: বার্তা২৪.কম

করোনা পরিস্থিতিতে ফরিদপুর শহরের দুইটি যৌনপল্লি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২১ মার্চ শনিবার) দুপুরের শহরের রথখোল ও সিঅ্যান্ডবি ঘাটের (নৌবন্দর) পল্লিদুটি বন্ধের এ ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।

বিজ্ঞাপন

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা জানান, শহরের এ দুটি যৌনপল্লিতে জায়গা কম, ঘিঞ্জি পরিবেশ। এই দুই পল্লিতে প্রায় তিনশতাধিক যৌনকর্মী রয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াতে এতে করে থাকে। সংক্রমণ ঝুঁকি থাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, মানবিক কারণে এ সময়ে যৌনকর্মীদের খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে এক-দুইদিনের মধ্যে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বন্ধকালে যৌনকর্মীদের কাছ থেকে বাড়িওয়ালাদের ঘরভাড়া না নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মোরশেদ আলম জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পল্লিদুটির প্রবেশ পথের মধ্যে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে ।