এতিমদের সঙ্গে ইফতারে এরশাদের ধারাবাহিকতা

  • স্পেশাল করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহুম্মদ এরশাদ  তার বারিধারার বাসভবনে এতিমদের সঙ্গে ইফতার করেন, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহুম্মদ এরশাদ তার বারিধারার বাসভবনে এতিমদের সঙ্গে ইফতার করেন, ছবি: সংগৃহীত

প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতারের ধারবাহিকতা বজায় রাখলেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মহুম্মদ এরশাদ। শারীরিক অসুস্থতার কারণে এবার এতিমখানায় যেতে না পারায় এতিমদের বাসায় ডেকে একসঙ্গে ইফতার সেরেছেন সাবেক এই রাষ্ট্রপতি।

বারিধারা জামিয়া মাদরাসার এতিমদের ডাকা হয়। বিকেলে এসে কোরআন তেলাওয়াত করেন। এরপর একসঙ্গে ইফতার করেন তিনি। এসময় এরশাদের সঙ্গে ছিলেন সন্তান এরিখ এরশাদ, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।

বিজ্ঞাপন

জাপা সূত্র জানিয়েছে, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন সময় থেকে প্রথম রোজায় ইফতার করতেন এতিমদের সঙ্গে। সেই ধারা এখনও বজায় রেখেছেন। একেক রোজায় একেক এতিমখানায় গিয়ে ইফতার করতেন তিনি।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ইসলামের খেদমতে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশবাসী চিরদিন মনে রাখবে। ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছেন, শুক্রবার সরকারী ছুটি ঘোষণা করেন। মসজিদ ও মাদরাসার বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করেছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এরশাদের কীর্তি অমর হয়ে থাকবে।