‘স্যাক্রেড গেমস টু’ নিয়ে অপেক্ষার অবসান!
‘স্যাক্রেড গেমস’ ওয়েব সিরিজটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০১৮ সালে ওয়েব দুনিয়ায় বিপ্লব ঘটানোর মতো অন্যতম কীর্তি অনুরাগ কাশ্যাপ পরিচালিত এই থ্রিলার ওয়েব সিরিজটি।
প্রথম সিজনে ব্যাপকভাবে সাড়া জাগানোর পর দ্বিতীয় সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটল। আগামী ১৫ আগস্ট নেটফ্লিক্সে আসছে গায়তণ্ডে ও সরতাজের চোর-পুলিশ কাহিনি।
সোমবার (৮ জুলাই) ইউটিউবে প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজটির ট্রেলার। এবারের গল্পে দেখা গেছে- পাঁচ বছর অন্ধকার জগতে গা ঢাকা দিয়ে থাকার পর ফের মায়ানগরীর টানে মুম্বাইতে ফিরছে গায়তণ্ডে (নওয়াজুদ্দিন সিদ্দিকি)। অপরদিকে গায়তণ্ডেকে স্বাগত জানানোর জন্য তৈরি পুলিশ সরতাজও (সাইফ আলি খান)।
এবারের সিজনে নতুন চমক হিসেবে রয়েছেন গুরুজির বেশে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।
প্রথম সিজনে দেখা গিয়েছিল গায়তণ্ডে তার জীবনে তিন ‘বাপ’-এর কথা বলেছিল। যার মধ্যে ছিলেন প্রভাবশালী ‘গুরুজি’। তবে, প্রথম সিজনে তাকে সেভাবে না দেখা গেলেও দ্বিতীয় সিজনের মোড় ঘুরিয়ে দেবেন এই গুরুজিই।
এখানেই শেষ নয়, নতুন চমক হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন ও রণবীর শোরেকে।