সিরিয়াল কিলার জয়া আহসান!
বেশ কিছুদিন ধরে নিজের আসন্ন ছবি ‘কণ্ঠ’র কাজ নিয়ে ব্যস্ত ছিলেন জয়া আহসান। গত ১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এরইমধ্যে ভক্তদের আরও একটি সুখবর জানালেন তিনি।
‘ত্রৈলোক্য’ নামের একটি ওয়েব সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া আহসান। এটি পরিচালনা করবেন অরিন্দম শীল।
এবারই প্রথম কোনও ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার অন্যতম এই অভিনেত্রী। তাও আবার এটি নির্মিত হচ্ছে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও। এখানে জয়া অভিনয় করছেন ভারতের প্রথম নারী সিরিয়াল কিলারের চরিত্রে।
ওয়েব সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘‘ভারতে আমার প্রথম ছবি ‘আবর্ত’। নির্মাণ করেছিলেন অরিন্দম শীল। নির্মাতা হিসেবে এটি তার প্রথম ছবি ছিল। এবার তার প্রথম ওয়েব সিরিজের থাকছি আমি। আবার এটাই আমার প্রথম ওয়েব সিরিজ! সত্যি বলতে, বিষয়গুলো ঘটার আগে এভাবে ভাবিনি আমরা। এখন মিলিয়ে দেখছি একে একে দুই হয়ে গেল! তবে এই কাজটির জন্য চূড়ান্ত হয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জের।’’