মাঘের শীতে বৃষ্টির গল্প
শিগগিরই ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা ভিকি জাহেদের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেইন লাভ’। এটি প্রযোজনা করছে সিএমভি। এবারই প্রথম নিজস্ব তত্ত্বাবধনে কোনও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলো প্রযোজনা প্রতিষ্ঠানটি।
‘রেইন লাভ’-এ প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাদিয়া খানম ও নবাগত সাজিব জামান।
ছবির গল্প প্রসঙ্গে ভিকি জানান, ‘রেইন লাভ’ হচ্ছে মাঘের শীতে বৃষ্টির গল্প। আর এই অদ্ভূত-অসময়ে ঝরে পড়া বৃষ্টি দুটি সাধারণ ছেলে-মেয়ের জীবনে অসাধারণ কিছু মুহূর্তের সৃষ্টি করে। যে মুহূর্তগুলো ওদের জীবন পাল্টে দেয়। কীভাবে পাল্টে দেয়, সেটি স্পষ্ট হবে ছবিটি দেখলে।
‘রেইন লাভ’-এর চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙে ছিলেন সাইফ রাসেল, সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পন এবং শিল্পনির্দেশক ছিলেন জাহিদ প্রীতম। সাউন্ড ডিজাইন ও ভিএফএক্স করছেন অর্নব হাসনাত, প্রধান সহকারী পরিচালক ছিলেন মুহতাসিম ত্বকী, কস্টিউমে ছিলেন আলভিরা তাসনিম এবং লাইন প্রডিউসার হিসেবে ছিলেন আদিল খান।
আগামী ২৫ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ ছাড়াও বেশ কয়েকটি ভিডিও শেয়ারিং সাইটে ‘রেইন লাভ’ মুক্তি দেওয়া হবে।