কিউই পেস তোপে অল্পেই থামল লঙ্কানরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-09 17:59:34

আসরে নিজেদের শেষ ম্যাচ জিত-হারে টুর্নামেন্টে কোনো প্রভাব পড়বে না লঙ্কানদের জন্য। তবে প্রভাব পড়বে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। কেননা সেই টুর্নামেন্টের মূল পর্বে যেতে চলমান আসরে থাকতে হবে সেরা আটে, যেটির আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে। আসরের অন্যতম শক্তিশালী দল কিউইদের বিপক্ষে ঝোড়ো শুরু এনে বড় সংগ্রহের আশা করেছিল কুশল মেন্ডিসের দল। তবে সেটিই কাল হলো তাদের জন্য। কুশল পেরেরা-মাহিশ থিকশানা ছাড়া কেউই হতে পারেননি থিতু। কিউই পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

টসে হেরে ব্যাট করতে নেমে পেরেরা শুরু থেকেই নড়বড়ে লঙ্কান ব্যাটাররা। দ্বিতীয় ওভারে আসরে দারুণ ছন্দে থাকা পাতুম নিশাঙ্কাকে (২) ফেরান টিম সাউদি। এরপরই শুরু হয় বোল্ডের তাণ্ডব। পঞ্চম ওভারে অধিনায়ক কুশল (৬) ও সাদিরা সামারাবিক্রমাকে (১) ফেরান তিনি।

এরপর চারিত আসালাঙ্কাকে নিয়ে এগোতে থাকেন আরেক ওপেনার কুশল পেরেরা। অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকলেও ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন পেরেরা।

অষ্টম ওভারে আবারও আঘাত হানেন বোল্ড। লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান আসালাঙ্কাকে (৮)। তবে ব্যাট হাতে আগ্রাসন জারি রাখেন পেরেরা। ২২ বলে তুলে নেন ফিফটি। সেখান থেকে আর ইনিংস লম্বা করতে পারলেন না তিনি (৫১)। দলীয় ৭০ রানের মাথায় ফেরেন ফার্গুসনের বলে। তবে তখনও পাওয়াপ্লেতে বাকি তিন বল, এর আগে সাজঘরে অর্ধেক লঙ্কান ব্যাটিং।

শেষ দিকে মাহিশ থিকশানা কিছুটা দঢ়টা দেখালেও বাকি ব্যাটারও ছিলেন নিষ্প্রভ। একসময় মনে হচ্ছিল ১৫০ ছোঁয়ার আগেই থেমে যাবে তারা। তবে সেখানে দিলশান মাদুশাঙ্কাকে নিয়ে লড়াই চালান থিকশানা। দশম উইকেটে তাদের ৪২ রানের জুটিতে শেষ পর্যন্ত ১৭১ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। ৯১ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন থিকশানা। 

কিউইদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন বোল্ট। লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও মিচেল সান্টনার নেন দুটি করে উইকেট।  

এ সম্পর্কিত আরও খবর