ইংলিশদের ধসিয়ে সেমির পথ পোক্ত করল অজিরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-04 22:51:20

শুরুতে হোঁচট খেলেও মালান-স্টোকসে উঠে দাঁড়ায় ইংল্যান্ড। ৮৪ রানের তৃতীয় উইকেট জুটিতে অস্ট্রেলিয়ার ২৮৭ রানের লক্ষ্যেই ছিল জস বাটলারের দল। ফিফটি তুলে যখন হাত খুলতে চাইলেন মালান; তখনই তালগোল পাকিয়ে বসলেন। এরপর দ্রুতই ফিরে যান অধিনায়ক জস বাটলার। ফের হোঁচট খায় ইংলিশরা।

মঈন আলীকে নিয়ে দলকে টেনে তুলেন স্টোকস। পঞ্চম উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৬৩ রান। এরপর ফের ভুল করেন স্টোকস। ৯০ বলে ৬৪ রান করে সাজঘরের পথ ধরেন। মাঝ পথে রেখে যান মঈনকে।

ভার বইতে পারেননি মঈন (৪২)। ম্যাচে অ্যাডাম জাম্পার তৃতীয় শিকার হন তিনি। আর তাতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় সবাইকে ছাড়িয়ে যান জাম্পা।

মঈনের ফেরার পরই নিশ্চিত হয়ে যায় ইংলিশদের হার। বাকিরা কেবল হারের ব্যবধান কামিয়েছে। ২৫৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা। অজিরা ম্যাচ জেতে ৩৩ রানে। এ জয়ে সেমির পথে আরেক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সাত ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১০। অন্যদিকে এ হারে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা আরও ক্ষীণ হল ইংল্যান্ডের।

এর আগে টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। যদিও পরে সেই ধাক্কা সামলে মার্নাস লাবুশেনের ৭১ স্মিথের ৪০ ও গ্রিনের ৪৭ রানে ভর করে ইংল্যান্ডকে ২৮৭ রানের টার্গেট ছুড়ে অজিরা।

এ সম্পর্কিত আরও খবর