পাকিস্তানের বিপক্ষে একশও করতে পারল না নারীরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-11-04 11:59:34

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ উড়ছিল বাংলাদেশ নারীরা। তাইতো ওয়ানডে সিরিজেও তাদের কাছে ছিল একই প্রত্যাশা কিন্তু ওয়ানডে সিরিজের শুরুটা তেমন সুখকর হলো টাইগ্রেসদের জন্য। মিরপুরের সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রানেই অলআউট নিগার সুলতানা জ্যোতির দল। 

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ১৪ থেকে ১৫ রানের মধ্যেই দলের তিন টপঅর্ডার ব্যাটাররের উইকেট হারায় তারা। এরপর আর কোনো ব্যাটারই তে মন সুবিধা করতে পারেনি। নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন এবং রিতু মনি স্টার্ট পেলেও ইনিংস বড় করতে পারেননি। এছাড়া বাকি ব্যাটারদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। যার ফলে ৩১.৫ ওভার ব্যাট করে মাত্র ৮০ রানেই অলআউট হয় টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে এদিন সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেছেন ব্যাটার ফাহিমা খাতুন। 

পাকিস্তানের হয়ে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার সাদিয়া ইকবাল, নিয়েছেন চার উইকেট। এছাড়াও উম্মে হানি এবং নিদা দার উভয়েই নিয়েছেন তিনটি করে উইকেট। 

এ সম্পর্কিত আরও খবর