শেষ চারের শেষ সুযোগের সামনে বাবররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-04 09:44:12

টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগেও ছিল ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল। আসরের শুরুর দুই ম্যাচেও জানান দিয়েছিল শক্তিশালী অবস্থানের। তবে এরপরই শুরু হয় পাকিস্তানের ছন্দপতন। টানা চার ম্যাচ হেরে অনেকটাই ছিটকে যায় সেমির দৌড় থেকে।

তবে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের ভরে সেই আশা ফিরেছে কিছু অংশে। তবে রয়েছে রানরেটের মারপ্যাঁচ। বাকি দুটি ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদিকের দিকে। এবং আজকের (শনিবার) ম্যাচে হারলে সেমির দৌড় থেকে পুরোটাই ছিটকে যাবে বাবর-রিজওয়ানরা।

অন্যদিকে নিউজিল্যান্ডের অবস্থাও কিছুটা নিষ্প্রভ। তবে তারা শুরু করেছিল বেশ আগ্রাসনের সঙ্গে। শুরুর চার ম্যাচ জয়ের এগোচ্ছিল ফেবারেটের কাতারে থেকেই। তবে টানা তিন ম্যাচ হেরে সেই তকমা থেকে অনেকটাই সরে এসেছে তারা। সেমির পথ পাকাপোক্ত করতে এখান থেকে জিততে হবে বাকি দুটি ম্যাচই। তবে সেখানে আরেক বাঁধা দিতে পারে চোট। পুরো টুর্নামেন্ট জুড়ে একের পর এক চোটে সবচেয়ে বেসি ভুগেছে কিউইরাই।

এই দল দুটি আজ মুখোমুখি হচ্ছে নিজেদের অষ্টম ম্যাচে। বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

 

এ সম্পর্কিত আরও খবর