কোহলি-গিলের ফিফটিতে লঙ্কানদের শাসন করছে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-02 17:48:43

কাগজ কলমের হিসেবে এখনও সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে আছে শ্রীলঙ্কার। তবে সেটা পোক্ত করতে নিজেদের সপ্তম ম্যাচে তাদের হারতে হবে আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারতকে। কঠিন সেই লক্ষ্যে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।
 
এরপর ইনিংসের প্রথম ওভারেই তুলে নেয় ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেট। পরে যদিও সেই চাপ বজায় রাখতে পারেনি দলটি। অভিজ্ঞ বিরাট কোহলি উইকেটে এসে জমে যান শুবমান গিলকের সঙ্গে। এরপর দুজনেই তুলে নেন ফিফটি। তাদের জুটিতেই সামনে বাড়ছে ভারত।
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২০ ওভার শেষে ১ উইকেট খরচায় ১২০ রান। উইকেটে আছেন কোহলি ও গিল। নির্ভার ফিফটি তোলার পর ভয়ঙ্কর হচ্ছেন দুজনেই। দিচ্ছেন বড় সংগ্রহের আভাস।
 
এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেই নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নেমেছে ভারত। অন্যদিকে সেমির রেসে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের সামনে।
 
এই যখন সমীকরণ, তখন টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম ওভারেই রোহিতকে সাজঘরের পথ ধরিয়েছেন দিলশান মধুষ্নকা। তার করা ইনিংসের দ্বিতীয় বলে ব্যাক্তিগত ৪ রানে ফিরতে হয় রোহিতকে। পরে সেই চাপ সামলে নিয়ে পাওয়ার প্লেতে ৬০ রান জমা করেন কোহলি-গিল। 

এ সম্পর্কিত আরও খবর