বড় জয়ের দিনে প্রোটিয়াদের ছক্কার রেকর্ড

ক্রিকেট, খেলা

Apon tariq | 2023-11-02 10:08:07

টুর্নামেন্টে ব্যাট হাতে প্রোটিয়ারা, এবং তাণ্ডব, যেন একে অপরের পরিপূরক। প্রতি ম্যাচেই জানান দিয়ে যাচ্ছে তাদের আগ্রাসন। গড়ছে একের পর এক রেকর্ড। গতকাল (বুধবার) নিজেদের সপ্তম ম্যাচে আসরের আরেক শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯০ রানের বিশাল ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ জয়ের আগেই এক অনন্য রেকর্ড গরেছে দলটি। আসরে এখন পর্যন্ত সাত ম্যাচে ৮২টি ছক্কা হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। যা বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ।

আসরে ডি কক-মার্করামদের বাকি এখনো দুই ম্যাচ। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দল আছে তালিকার শীর্ষে। এখান থেকে অনেকটা নিশ্চিতভাবেই শেষ চারে খেলবে তারা। সে বিবেচনায় এখনো অন্তত তিন ম্যাচ খেলবে দলটি। এর আগেই গড়ল এই রেকর্ড। এবং ব্যবধান স্বাভাবিকভাবেই বাড়বে। এর আগে ২০১৯ আসরে ১১ ম্যাচে সর্বোচ্চ ৭৬টি ছক্কা মেরেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

একই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। চলমান আসরে পাঁচ ম্যাচে আগে ব্যাটিং করেছে তারা। যার প্রত্যেকটিতেই তিন শতাধিক রান তুলেছে তারা। এ নিয়ে একদিনের ক্রিকেটে টানা আট ম্যাচে আগে ব্যাট করতে নেমে তিন'শয়ের অধিক রান করল দলটি। যা এই প্রথম। এর আগে ২০০৭ সালে অস্ট্রেলিয়া ও ২০১৯ সালে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে টানা ম্যাচে করেছিল তিন শতাধিক রান।


এ সম্পর্কিত আরও খবর