আরেকটি হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-31 19:42:28

কলকাতায় পাকিস্তানকে কঠিন টার্গেট ছুড়তে পারেনি বাংলাদেশ। দায়িত্বটা তাই বর্তেছে বোলারদের ওপর। তবে পাকিস্তান সুযোগ দিলে তো। হারের বৃত্ত ভেঙে সেমিতে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখার ম্যাচে সাবধানী শুরু করেছে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও আব্দুল্লাহ শফিক।

পাওয়ার প্লেটা বেশ দেখেশুনেই পার করে দিয়েছেন দু’জনে। এরপর ব্যাটিংয়ে গতি বাড়ান। তাদের দু’জনের ব্যাটেই পাকিস্তান স্বপ্ন দেখাচ্ছে দারুণ কিছুর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের ২০৫ রানের জবাবে কোনো উইকেট না হারিয়ে ১৪ ওভার শেষে স্কোরবোর্ডে ৮৪ রান জমা করেছে পাকিস্তান। ফিফটির পথে রয়েছেন ফখর ও শফিক। তাদের দু’জনের এমন ব্যাটিংয়ে আরেকটি হারের সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের।

এর আগে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে কোনোরকমে পাকিস্তানকে দুই’শ পেরোনো টার্গেট ছুড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাট থেকে। সাকিব করেন ৪৩ ও লিটন করেন ৪৫। পাকিস্তানি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও মোহম্মদ ওয়াসিম।

 

এ সম্পর্কিত আরও খবর