টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-30 14:22:54

তিন ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জয়ে টুর্নামেন্টে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। সবশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাত্তাই দেয় নি কুশল মেন্ডিসের দল। আসরের শুরুর দিকে যেই আশা ভিটে পড়ে গিয়েছিল, সেখানেই নতুন করে ঘর বাঁধছে তারা। অন্যদিকে আফগানরাও আছে সমানে সমানে। এর আগে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দুই আসরে কেবল একটি ম্যাচ জিতেছিল আফগানিস্তান। এবার তারাই কি-না নিজেদের তৃতীয় ম্যাচে হারিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। তবে অঘটনের শেষ এখানেই না। নিজেদের পঞ্চম ম্যাচে আসরের আরেক পরাশক্তি পাকিস্তানকে রীতিমত তুলোধুনো করে ছেড়েছে দলটি। আত্মবিশ্বাস টাই তুঙ্গে থাকারই কথা।

পুনেতে আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে তারা। দলের পেস অ্যাটাক বাড়াতে নুর আহমদের বদলে দলে ফিরেছেন ফজলহক ফারুকি। অন্যদিকে লঙ্কানদের একাদশে এসেছে দুই পরিবর্তন। কুশল পেরেরার পরিবর্তে একাদশে ফিরেছেন দিমুথ করুনারত্নে। লাহিরু কুমারার পরিবর্তে একাদশে জায়গা পেলেন দুশমান্তা চামিরা। 

শ্রীলংকা একাদশ: পাতুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিতা, দিলশান মাধুশঙ্কা, দুশমান্তা চামিরা।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল- হক, ফজলহক ফারুকি।

 

এ সম্পর্কিত আরও খবর