ইনিংস মাঝেও এগিয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-28 16:21:52

ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যানের ৫৯ রানের ম্যাচে কিছুটা নিজেদের করে নিয়েছিল। তবে বাকি সময় জুড়ে ম্যাচ ছিল বাংলাদেশের আয়ত্তেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে ডাচরা।

কলকাতায় ইডেন গার্ডেনসে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুর ওভার বেশ দেখেশুনেই খেলেন দুই ওপেনার ম্যাক্স ও'ডাউড ও বিক্রমজিৎ সিং। তবে বিপত্তি আসে পরের ওভারেই। টুর্নামেন্টে অফ-ফর্মে থাকায় নিজেদের সবশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন না তাসকিন। দুই ম্যাচ ফিরে পেলেন একাদশের জায়গা। এবং নিজের প্রথম ওভারেই দেখালেন চমক। ফেরান বাঁহাতি ব্যাটার বিক্রমজিৎকে (০)। পরের ওভারেই আরেক ওপেনার ও'ডাউডকে খালি হাতে ফেরান শরিফুল।

ওয়েসলি বারেসিকে নিয়ে শুরুর সেই ধাক্কা সামলে রানের চাকা সচল রেখে এগোচ্ছেন কলিন অ্যাকারম্যান। ৫৯ বলে করেন ৫০ রানের জুটি। তবে এরপর বেশিক্ষণ তাদের থিতু হতে দিলেন না বোলাররা। ৬ বলের মধ্যেই এই দুই ব্যাটারকে দেখান সাজঘরের পথ। ১৩ ওভার ৪ বলে বারেসিকে ফেরানোর উইকেটে মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ নেন অধিনায়ক সাকিব আল হাসান। পরের ওভারেই দেখা মেলে ঠিক একই চিত্র, তবে ১৮০ ডিগ্রী উলটোভাবে। সাকিবের বলে এবার ক্যাচ নেন মুস্তাফিজ।

বাস ডি লিডকে এবারের চাপ সামলে এগোচ্ছেন তাদের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অপরাজিত আছেন ২২ রানে।

এ সম্পর্কিত আরও খবর