নাহিদার ম্যাজিকে পাকিস্তানকে হারাল মেয়েরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-25 20:38:15

পুরুষদের ক্রিকেটে যখন ভরাডুবি, সেখানে নারীদের এই জয় কিছুটা স্বস্তি এনে দিল দেশের ক্রিকেটে। দেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে সফরকারী দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সেখানে ২ বল বাকি থাকতে ৮২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

স্বল্প এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। দলীয় ১২ রানের মাথায় রান আউটে কাটা পড়ে ফেরেন ওপেনার শামিমা সুলতানা (৫)। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে চাপ সামলে ধীরগতিতে এগোতে থাকেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। তবে ইনিংস লম্বা করতে পারেননি মোস্তারি (১৬)। দলীয় ৩৩ রানের মাথায় উম্মে হানির বলে ফেরেন ডানহাতি এই ব্যাটার। সেখান থেকে রানের গতি বাড়াতে থাকেন অধিনায়ক জ্যোতি। অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও উইকেট বাঁচিয়ে শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন তিনি। করেন দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান।  

এর আগে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। এরপর বিসমাহ মারুফ (২০) ও নিদা দার (১৪) কিছুটা চাপ সামলালেও তাদের ফেরার পর আর কেউই স্কোরবোর্ডে যোগ করতে পারেননি আহামরি কিছু।

বাংলাদেশের হয়ে বল হাতে এদিন দারুণ ছন্দে ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৩ ওভার ৪ বলে কেবল ৮ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। 

একই মাঠে আগামী শুক্রবার (২৭ অক্টোবর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। 

 

এ সম্পর্কিত আরও খবর