সেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন ওয়ার্নার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-25 17:43:47

নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের দিনে ১৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। আজকের ম্যাচে যেন সেখান থেকেই করলেন শুরু। হাঁকালেন আরেকটি সেঞ্চুরি। বিশ্বকাপে নিজের ২৩ ম্যাচে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। ছুঁলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার সেঞ্চুরি করার তালিকায় সাতটি সেঞ্চুরি নিয়ে তার আগে আছেন শুধু রোহিত শর্মা।

দিল্লিতে ডাচদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মার্শকে এদিন থিতু হতে দিলেন না লোগান ভন বিক। ১৫ বলে ৯ রানের স্বল্পদৈর্ঘ্যের এক ইনিংস খেলে ফেরেন মার্শকে।

স্টিভ স্মিথ কে শুরুর সেই ধাক্কা সামলে এগোতে থাকেন ওয়ার্নার। করেন ১৩২ রানের দুর্দান্ত এক জুটি। ব্যক্তিগত ফিফটির পর দলীয় ১৬০ রানের মাথায় আরিয়ান দত্তের বলে ফেরেন স্মিথ (৭১)।

আরেক ব্যাটার মারনাস লাবুশেন ফিফটি তুলে নিয়ে ফেরেন ব্যক্তিগত ৬২ রানে। বেশিক্ষণ টিকেননি উইকেটরক্ষক ব্যাটার জস ইংলিস (১৪)। 

তবে আরেক প্রান্ত আগলে তাণ্ডব জারি রাখেন ওয়ার্নারে। ৯১ বলে তুলে নেন একদিনের ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। তবে সেখান থেকে নিজের খেলা এক বল বাদেই ফিরলেন তিনি। ১১ চার ও ৩ ছক্কায় ৯৩ বলে ১০৪ রান করে প্যাভিলিয়নে পাড়ি জমান বাঁহাতি এই ওপেনার। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে অজিরা। 

 

এ সম্পর্কিত আরও খবর