শরিফুল-মিরাজে শুরুতেই চাপে প্রোটিয়ারা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-24 15:11:24

টানা তিন ম্যাচ হেরে সেমির রাস্তা ইতিমধ্যেই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। সেই আশা জিইয়ে রাখতে নিজেদের পঞ্চম ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের হাতে। এমন সমীকরণ নিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে মিরাজ-শান্তরা।

টুর্নামেন্টে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকা নিজেদের আগ্রাসন জানান দিয়েছে আগেই। তবে দিন শুরু থেকেই দেখেশুনেই খেলছিলেন তারা। তবে তাদের থিতু হতে দিলেন না পেসার শরিফুল ইসলাম। বোল্ড করে ফেরান রিজা হেন্ডরিক্সকে। পরের ওভারেই রাসসি ফন ডার ডুসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান মেহেদী হাসান মিরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে প্রোটিয়ারা। 

এর আগে সবশেষ পাঁচ দেখায় প্রোটিয়াদের বিপক্ষে তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। তার মাঝে দুটি আবার দক্ষিণ আফ্রিকার মাঠ থেকেই আদায় করেছে বাংলাদেশ। এছাড়াও সবশেষ বিশ্বকাপেই প্রোটিয়াদের বিপক্ষে জয়ের সুখস্মৃতি রয়েছে বাংলাদেশ দলের। সেই অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়েই আরও একবার প্রোটিয়া বধ করতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ডরিক্স, ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কুটসিয়া, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লিজাদ উইলিয়ামস।

এ সম্পর্কিত আরও খবর