মারা গেছেন ভারতীয় কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদী

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-10-23 18:47:01

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের সাবেক কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদী। ৭৭ বছর বয়সে মারা গেছেন তিনি। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার হিসেবে ধরা হয় তাকে। 

ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে খুব বেশি ম্যাচ না খেললেও টেস্ট ক্রিকেটে মোট ৬৭ ম্যাচ খেলেছেন তিনি। ৬৭ টেস্টে নিয়েছেন মোট ২৬৬ উইকেট যেখানে তার বোলিং গড় ২৮.৭১। স্পিন বোলিং দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে বিপ্লব সৃষ্টি করা প্রথম বোলার তিনি।

১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে সার্ভিস দিয়েছেন তিনি। এমনকি ১৯৭৬ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন তিনি। 

পাঞ্জাবের অমৃতসরে ১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেন বেদী। কলতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক ২১ বছর বয়সে। এরপর ১২ বছর খেলে গেছেন জাতীয় দলে। একইসঙ্গে ইংল্যান্ডের কাউন্টি দল নর্দ্যাম্পটনশায়ারের হয়ে দীর্ঘদিন খেলেছেন।  ৩৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন।

 

এ সম্পর্কিত আরও খবর