টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-23 14:10:01

বিশ্বকাপের সেমিফাইনালের রেসে টিকে থাকার লড়াইয়ে টসে জিতে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের একাদশে ফিরেছেন শাদাব খান। জ্বরের কারণে ছিটকে গেছেন নাওয়াজ। অন্যদিকে চেন্নাইয়ে বাড়তি স্পিনার হিসেবে নূর আহমেদকে একাদশে সুযোগ করে দিয়েছে আফগানরা। ফলে বাদ পড়েছেন ফজকহক ফারুকী।

বিশ্বকাপে দু’দলের জন্যই এটি পঞ্চম ম্যাচ। যেখানে আগের চার ম্যাচের একটি জয় পেয়েছে আফগানরা। অন্যদিকে দুই ম্যাচ জয়ের সঙ্গে দুটিতে হেরেছে পাকিস্তান। তবে সবশেষ দুই ম্যাচের দুটিতেই হারায় খানিকটা চাপে আছে বাবর আজমের দল। সেই চাপ কাটিয়ে সেমির রেসে টিকতে থাকছে আজ জয়ের কোনো বিকল্প নেই তাদের।

আফগানদের বিপক্ষে অবশ্য ওয়ানডে ইতিহাস কথা বলছে বাবরদের পক্ষেই। এখন পর্যন্ত সাতবার আফগানদের বিপক্ষে মাঠে নামলেও একটিতেও হারেনি পাকিস্তান। তবে সেই চিত্রটা এবার পাল্টে দিতে চায় হাসমতউল্লাহ শহিদির দল। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নাটকীয় সেই হারের জবাবটা এই বিশ্বকাপে দিতে চায় দলটি।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল- হক, নুর আহমদ।

এ সম্পর্কিত আরও খবর