প্রশাসনিক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সকল রাজনৈতিক সংগঠন ও তার কার্যক্রম নিষিদ্ধ করেছে বুয়েট কর্তৃপক্ষ।
শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলো।
আরও পড়ুন: বুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে ক্যাম্পাসটিতে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।