পাক শাসনের শিকল ভাঙতে মরিয়া হয়ে ওঠে বাঙালি জাতি। ৭ মার্চ রেসকোর্সের জনসমুদ্র থেকে ভেসে আসে মুক্তির মন্ত্র। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ (২৬ মার্চ) হামলে পড়ে পাক বাহিনী। চারদিকে কান্না-মৃত্যুর আওয়াজে এই বঙ্গভূমি হয়ে ওঠে মৃত্যুপুরী। লাখো বাঙালির রক্তে রক্তিম হয় পাক সেনা ও দোসরদের হাত। দীর্ঘ নয় মাস মুক্তির লড়াই শেষে পরাজয়ে বাধ্য হয় পাকিস্তান।