নেইমার কি ইন্টার মায়ামিতে যাচ্ছেন?
ইন্টার মায়ামির একাদশের দিকে তাকালেই দেখা যাবে সাবেক বার্সা তারকার মেলা। খেলোয়াড় হিসেবে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা। কিছুদিন আগে কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক বার্সা ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো।
দিন দুয়েক আগে নেইমার ইন্টার মায়ামিতে যাওয়ার আভাস দেওয়ার পর গুঞ্জন উঠেছিল মেসি, সুয়ারেজের সঙ্গে নেইমারও যোগ দেবেন মায়ামি শিবিরে। তবে সে গুঞ্জন উড়িয়ে দিলেন মায়ামি কোচ মাসচেরানো। জানালেন এটা একদমই অসম্ভব।
ফুটবলের সবচেয়ে সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন নেইমার স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ও সুয়ারেসের সঙ্গে গড়েছিলেন ভয় জাগানিয়া আক্রমণভাগ। তবে ২০১৭ তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। তারপর আর সেভাবে কখনোই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এক বছরের বেশি সময় চোটের কারণে বাইরে আছেন আল-হিলালের এই তারকা। দলটির হয়ে খেলতে পেরেছেন মাত্র সাতটি ম্যাচ।
আল-হিলালে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে সম্প্রতি সিএনএনের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার ইন্টার মায়ামিতে যাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন।
তবে ইন্টার মায়ামি কোচ মারচেরানো বলছেন ভিন্ন কথা। পুরনো সতীর্থকে নতুন পরিচয়ে দলে পেতে চান কিনা-এমন প্রশ্নের উত্তরে মাসচেরানো বলেন, ‘নেইমারের মতো খেলোয়াড়কে কে না দলে পেতে চায়। তবে তার দলে আপাতত সেটা অসম্ভব।’
মাসচেরানো আরও যোগ করে বলেন,‘অবশ্যই নেইমার অসাধারণ এক খেলোয়াড়। বিশ্বের প্রত্যেক কোচই তাকে পেতে চাইবে; কিন্তু এই মুহূর্তে এখানে দলগুলোর বেতনের সীমা নিয়ে এমএলএসের একটা নিয়ম আছে। তাতে, বর্তমানে তাকে দলে আনার চেষ্টা করাটাও অসম্ভব।’
গত নভেম্বরে দলটির কোচ জেরার্দো তাতা মার্তিনো সরে দাঁড়ানোর পর, তার উত্তরসূরি হিসেবে ওই মাসেই মাসচেরানোকে নিয়োগ দেয় ইন্টার মায়ামি।