হলি আর্টিজান হামলা মামলার রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে ছিলো কড়া নিরাপত্তা নিরাপত্তার চাদরে ঢেকে প্রিজন ভ্যানে করে আসামিদের ঢাকা মহানগর আদালতে নিয়ে আসে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা। বেলা ১২টা ৩৪ মিনিটে আসামিদের আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়। এ সময় আসামিদের প্রিজন ভ্যান থেকে চিৎকার-চেঁচামেচি করতে দেখা যায়।আসামিদের পরপরই আইনজীবীরা আদালতে প্রবেশ করেন রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে দেখা যায় উৎসুক জনতার ভিড় রায় ঘোষণা শেষে আসামিদের প্রিজন ভ্যানে করে আবারও কারাগারে নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।