রাজশাহীর বাঘা উপজেলার প্রত্যন্ত গ্রাম খোর্দ্দ বাউসা। এ গ্রামের আমবাগানে বাসা বেঁধেছে হাজার হাজার শামুকখোল পাখি। উদ্ভুৎ ঠোঁটের জন্য সহজেই অন্য পাখি থেকে এদের আলাদা করা যায়। এদের ঠোঁট জাঁতাকলের মতো কাজ করে শামুক-ঝিনুকের খোল ভেঙ্গে ফেলে। এদের শক্ত ঠোঁট বাসা তৈরি করতে গাছের শক্ত ডাল ভাঙ্গতেও ব্যবহৃত হয়।