রাত পোহালেই ঈদুল আজহা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে পশু কোরবানির জন্য ঈদের আগের দিনও জমজমাট রংপুরের হাটগুলো। সকাল থেকেই মাঠভর্তি গরু-ছাগলের হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশি গরুর বেশি চাহিদার ভিড়ে নিখোঁজ ভারতীয় গরু। দাম কষাকষির পর বিক্রেতার হাত ছেড়ে ক্রেতার হাতে চলে যাচ্ছে গরু-ছাগল।