নেত্রকোনায় আওয়ামীলীগের ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে একটি বিস্ফোরক, হামলা, ভাংচুর ও ক্ষতি সাধনের মামলায় জামিন চেয়ে হাজিরা দিতে এসেছিলেন তারা।

বিজ্ঞাপন

নেত্রকোনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার জনৈক ফজলুল হক বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। একই মামলায় অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই’শ  জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

ওই মামলায় উপজেলা আওয়ীমী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবালসহ ও বরকাশিয়া বিরামপুর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের নেতা মোতাহার হোসেন চৌধুরীসহ ১৬ জন আদালতে হাজিরা দিতে আসলে তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।